রাজশাহী গোদাগাড়ী উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে অপহরণের শিকার ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী ঢাকার দক্ষিণখান থানার আশকোনা তালুকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা এলাকার মৃত আলেকের ছেলে মো. তাজু শেখ (৬৫) ও তার ছেলে মো. হামিম (২২)।
র্যাব জানায়, গত ১৭ আগস্ট গোদাগাড়ীর চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়। সে স্কুলে যাওয়ার পথে তাকে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিতেন এবং পথে-ঘাটে উত্যক্ত করতেন মো. হামিম নামে এক যুবক। তাকে নিষেধ করার পরও না শুনে ক্ষতি করার চেষ্টা করেন তিনি। সবশেষ ১৭ আগস্ট গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চায়পাড়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গোদাগাড়ী থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, অভিযান চালিয়ে স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে।
এফপি/রাজ