ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বুধবার বিকেলে মাগুরার শ্রীপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি শ্রীপুর মিনি স্টেডিয়াম মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম পিকুল খান, মাগুরা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান প্রমুখ।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, মাসুস মজুমদার, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, সাবেক সদস্য সচিব রুমানুর রহমান বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এফপি/এমআই