রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষে উভয়পক্ষের বহুজন আহত হন। গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি মিছিল বিজয়নগর হয়ে কাকরাইলের দিকে যাচ্ছিল। এসময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে দুই পক্ষের অন্তত ২০ জনের বেশি আহত হন। আতঙ্কে আশপাশের পথচারীরা ছোটাছুটি শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ হস্তক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে যোগ দেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুরকে প্রথমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ সাংবাদিকদের জানান, নুরের অবস্থা সংকটাপন্ন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সমর্থকেরা তাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে। অপরদিকে, জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম দাবি করেন, নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের কর্মীরা তাদের কার্যালয়ে হামলা চালায়, এতে তাদের অন্তত ১০–১২ জন আহত হয়েছেন।
ঘটনার পর উভয় দলই সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরকে দায়ী করে বক্তব্য দিয়েছে। পরিস্থিতি থমথমে থাকায় কাকরাইল ও বিজয়নগর এলাকায় বিপুল সংখ্যক সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে।
এফপি/রাজ