দিনাজপুরের ঘোড়াঘাটে ছেলে হয়েও মেয়ের কণ্ঠে কথা বলা ও গান গেয়ে এলাকায় সাড়া ফেলেছেন জাহিদ শুভ নামের এক যুবক। তার এই অনন্য প্রতিভা স্থানীয়দের মধ্যে গর্বের সঞ্চার করেছে। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে ভবিষ্যতে এ প্রতিভাকে আরও বড় পরিসরে কাজে লাগানোর স্বপ্ন দেখছেন তিনি।
ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মনোয়ার হোসেনের ছেলে জাহিদ শুভ বর্তমানে নওগাঁর সাপাহার সরকারি কলেজে অনার্সের শেষ বর্ষে পড়ছেন। সপ্তম শ্রেণিতে পড়াকালীন স্কুলের অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ থেকেই তার এই অনন্য যাত্রা শুরু। অনুষ্ঠানে একজন ছাত্রী গান গাইতে অপারগতা প্রকাশ করলে শুভ নিজেই ছেলে ও মেয়ের কণ্ঠে দ্বৈতভাবে গান পরিবেশন করেন। সে সময় দর্শকদের ব্যাপক প্রশংসায় অনুপ্রাণিত হন তিনি।
এরপর থেকে অবসর পেলেই হাটে-বাজারে বা বিভিন্ন অনুষ্ঠানে তিনি মানুষকে দুই কণ্ঠে কথা বলে ও গান শুনিয়ে আনন্দ দেন। এমনকি মেয়ের কণ্ঠে বন্ধুদের সঙ্গে মজার কথোপকথনও করেন তিনি।
স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিভা দেখা গেলেও এবার গ্রামেই এমন প্রতিভাবান যুবককে কাছ থেকে দেখে তারা গর্বিত। শুভর প্রতিভা নিয়ে আশাবাদী স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারা জানান, “সে অসাধ্য সাধন করেছে, আমরা তার সাফল্য কামনা করি এবং পাশে থাকব।”
জাহিদ শুভ বলেন, “যেহেতু সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, তাই এই প্রতিভা নিয়ে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে।”
গ্রামবাসীর প্রত্যাশা, ছেলে হয়েও মেয়ে কণ্ঠে গান গেয়ে মানুষকে আনন্দ দেওয়া জাহিদ শুভ একদিন জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবেন।
এফপি/রাজ