শেরপুরে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সদর থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিশুর বাবা। অভিযুক্ত ওই বৃদ্ধের নাম সৈয়দ আলী ওরফে চিকু মিয়া। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও ওই বৃদ্ধ গ্রেফতার হয়নি।
এর আগে গত ২৬ আগস্ট শেরপুর সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা এলাকায় এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুর পরিবার হতদরিদ্র।
শিশুটির বাবা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। শিশুটি স্থানীয় একটি এনজিও পরিচালিত বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে।
গত ২৬ আগস্ট দুপুরের দিকে সৈয়দ আলী ওরফে চিকু মিয়া তার প্রতিবেশী ভাতিজি ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে চিকু মিয়া তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই শিশু ভয়ে চিৎকার শুরু করে। ওই সময় চিকু মিয়া শিশুটিকে ছেড়ে দিলে সে দৌড়ে স্কুলে চলে যায় এবং তার শিক্ষিকাকে ঘটনার বিষয়ে জানায়। পরে ঘটনার বিষয়ে মামলা করতে চাইলে চিকু মিয়ার ছেলে শফিকুল ইসলাম দানুসহ স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার কথা বলে কালক্ষেপণ করায়।
ভুক্তভোগী শিশুর ভাই জানান, অভিযুক্ত চিকু মিয়া বিকৃত রুচির মানুষ। এর আগেও তার বিরুদ্ধে এমন ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ ফেব্রুয়ারিতেও সে একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিল। সেসময় বিষয়টি অর্থ ও প্রভাবের জোরে ধামাচাপা দিয়ে দেয় তারা।
এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ওই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ধর্ষণচেষ্টার একটি লিখিত অভিযোগ পেয়েছি।
এফপি/রাজ