রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭৬টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার সময় উপজেলা পরিষদের সামনে এই সহায়তা প্রদান করা হয়।
মোট ১২০ বান্ডিল টিন ও প্রতি বান্ডিলের জন্য ৩ হাজার টাকা করে গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ প্রদান করা হয়। এছাড়াও অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্তদের মধ্যেও এই সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মোঃ নাহিদুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বল্পমেয়াদী সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্বাসনের উদ্যোগও সরকার গ্রহণ করেছে। সরকার মানুষের দুঃখ-কষ্টের সঙ্গী হতে চান বলেই এ ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকে যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা সর্বদা আছি।
এফপি/রাজ