রাজধানীর শাহবাগ মোড়ে ফের বিক্ষোভে নেমেছেন দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মোড় অবরোধ শুরু করলে শাহবাগমুখী চারটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
অবরোধে অংশ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চুয়েট, রুয়েট, কুয়েটসহ অন্যান্য প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। বিক্ষোভকারীরা সরকারের প্রতি তিন দফা দাবি জানিয়ে বলেন, এক ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের মূল তিন দাবি হলো—
১. নবম গ্রেডে নিয়োগে ন্যূনতম শর্ত: সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগ পরীক্ষার মাধ্যমে কেবল বি.এসসি ডিগ্রিধারীদের সুযোগ দিতে হবে। কোটার মাধ্যমে কিংবা অন্য নামে নতুন পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. দশম গ্রেডে সমান সুযোগ: উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগ পরীক্ষা বি.এসসি ও ডিপ্লোমা উভয়ধারীর জন্য উন্মুক্ত করতে হবে।
৩. ‘প্রকৌশলী’ পদবির সুরক্ষা: বি.এসসি ব্যতীত কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে নন-অ্যাক্রিডেট কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইইবি-বিএইটিইর আওতায় আনতে হবে।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ডিপ্লোমাধারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর থেকে প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে তারা অবরোধ প্রত্যাহার করেন। আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বুধবার সকাল থেকে পুনরায় শাহবাগ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীদের দাবি, সরকারের উদাসীনতায় তারা বারবার অবহেলিত হচ্ছেন। তাই এবার দাবি আদায়ে তারা শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এফপি/রাজ