Dhaka, Monday | 25 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 25 August 2025 | English
মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু
৮০ টাকায় আমদানি করা কাঁচা মরিচের কেজি বাজারে ৩০০
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
৮০ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার, প্রতিকার মেলে না কোথাও
শিরোনাম:

হত্যা মামলায় কারাগারে ব্যবসায়ী, দাফনের ১৭ দিন পর কিশোর উদ্ধার!

প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৩:৩৮ পিএম  (ভিজিটর : ৭২)

ওসমানীনগরের এক কিশোরকে দাফনের ১৭ দিন পর জীবিত অবস্থায় তার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। উদ্ধার হওয়া কিশোরের নাম রবিউল ইসলাম নাঈম (১৪)। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের কণাই মিয়ার ছেলে।

শনিবার হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার। 

এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সে জীবিত থাকলেও বিনা অপরাধে হত্যা মামলার প্রধান আসামি হয়ে কারাগারে রয়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ী বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা বুলবুল ফকির। 

জানা যায়, ওসমানীনগরের গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রাম এলাকায় বুলবুল ফকিরের রেস্টুরেন্টে কাজ করতো নাঈম। ২৪ জুলাই সে হঠাৎ উধাও হয়ে যায়। নাঈমের মা ছেলেকে নিখোঁজ উল্লেখ করে ওসমনীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পর ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার হয়। সেই লাশটি নাঈমের বলে চিহ্নিত করে পুলিশের কাছ থেকে গ্রহণ করেন তার পরিবার। ৫ আগস্ট নাঈমের দাফন সম্পন্ন হয়।

এদিকে প্রথমে কুলাউড়া ও পরে ওনমানীনগর থানায় মামলা করতে চাইলে দুই থানার পুলিশ মামলা নিতে গড়িমসি করে। এতে ক্ষুব্ধ হয়ে ৬ আগস্ট লাশ নিয়ে রবিউলের মা ও স্বজনরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

এ ঘটনায় রবিউলের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামি দোকান মালিক বুলবুল ফকিরকে গ্রেফতার করে পুলিশ। এখন পর্যন্ত তিনি এ মামলায় কারাভোগ করছেন। 

অবশেষে শুক্রবার (২২ আগস্ট) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকায় রবিউলকে জীবিত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় তার নানার বাড়ি। পরিবারের লোকজনই তাকে খুঁজে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান রবিউলকে থানায় নিয়ে আসেন শনিবার। এদিনই মৌলভীবাজার আদালতে তার জবানবন্দি রেকর্ডের জন্য পাঠায়।

কিশোরকে জীবিত অবস্থায় আত্মীয় বাড়ি থেকে উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর কৌতুহলের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন মিথ্যা অপবাধে একজন নিরপরাদ মানুষ হাজতবাস করছে। 

কুলাউড়া থানার এসআই মুস্তাফিজ বলেন, তদন্ত করতে গিয়ে কিশোর নাঈমকে তার আত্মীয় জুবেলের বাড়ি থেকে উদ্ধার করার পর জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। কিশোরের মা এবং মামা আদালতে রয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, রবিউল আত্মগোপনে ছিল। পরিবারের সদস্যরা তাকে পেয়ে খবর দেওয়ার পর পুলিশ হেফাজতে নেয়। তিনি বলেন, আগের লাশ উদ্ধার ও দায়েরকৃত মামলার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে নাঈমের পরিবারের একাধিক সদস্যের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝