Dhaka, Friday | 22 August 2025
         
English Edition
   
Epaper | Friday | 22 August 2025 | English
৮০ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার, প্রতিকার মেলে না কোথাও
টঙ্গীতে জায়গা সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর
ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে: সারা হোসেন
শিরোনাম:

কেশবপুরে প্রতিবন্ধীর ভ্যান চুরি

প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:৪০ পিএম  (ভিজিটর : ৪১)

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রামের মো: সাখাওয়াত সরদারের প্রতিবন্ধী ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫) আবারও সমাজের অবহেলার শিকার হলেন।

জন্ম থেকেই প্রতিবন্ধী রবিউল নিজের অভাব-অভিযোগ ভুলে কঠোর পরিশ্রম করে ভ্যান চালিয়ে সংসার চালাতেন। কখনোই ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাননি তিনি। কিন্তু শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজের আগে উপজেলা চত্বরে দাঁড় করানো তার একমাত্র ভ্যানগাড়িটি চোরেরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায়।

অসহায় রবিউল ইসলামের ভাষায়, তিনি নামাজের আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্যান রেখে পাশের ওয়াশরুমে যান। কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন, তার ভ্যানটি উধাও। এরপর আশপাশ খুঁজেও আর ভ্যান পাওয়া যায়নি। 

প্রতিবন্ধী হলেও রবিউল তার অদম্য ইচ্ছাশক্তি দিয়ে শ্রম করে সংসার চালিয়ে আসছিলেন। তিনি ভালোভাবে কথা বলতে পারেন না, তবুও ঘাম ঝরিয়ে ভ্যান চালিয়ে উপার্জন করছিলেন। সম্প্রতি একটি এনজিও কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে কষ্ট করে এই ভ্যানটি কিনেছিলেন তিনি। কিন্তু ভ্যান হারিয়ে আজ তিনি মানবেতর অবস্থায় পড়েছেন। উপজেলা চত্বরে গড়াগড়ি করে কান্না করছে।  আর বলছে, আমি কিস্তির টাকা কি ভাবে দিবো আল্লাহ। তাঁর সংসার জীবনে ৩ টি পুত্র সন্তান রয়েছে। তিনি অনেক পরিশ্রম করে সংসার ধরে রেখেছে। 

স্থানীয়রা জানান, সম্প্রতি কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক ভ্যান চুরি হচ্ছে। কোথাও কোথাও ছিনতাইকারীরা হত্যার মতো ঘটনাও ঘটাচ্ছে। অথচ এসব ঘটনায় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

মঙ্গলকোট গ্রামের সমাজকর্মীরা বলছেন, রবিউলের মতো প্রতিবন্ধী একজন মানুষ ভিক্ষা না করে নিজে পরিশ্রম করে সংসার চালাচ্ছেন এটি সমাজের জন্য গর্বের বিষয়। অথচ তার একমাত্র জীবিকার মাধ্যম ভ্যানগাড়ি চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি যাওয়া ভ্যান উদ্ধারের দাবি জানিয়েছেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও ভ্যান চুরি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে সাধারণ শ্রমজীবী মানুষ তাদের জীবিকার পথ হারাবে। প্রতিবন্ধী রবিউল ইসলাম এখন সমাজের সহৃদয় মানুষের দিকে তাকিয়ে আছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত ভ্যান উদ্ধারের আবেদন জানিয়েছেন। 

এ দিকে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও  সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ তাকে নতুন একটি ভ্যান গাড়ী ক্রয়ের উদ্যোগ নিয়েছেন এবং কার্যক্রম শুরু করেছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝