খুলনা জেলা কারাগারে এক কয়েদীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (২৯ জানুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারগারের জেলার আবু সায়েম।
মৃত কয়েদী ফুলবাড়িগেট শাখা সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মো: আক্রামুজ্জামান। তিনি দৌলতপুর থানার মধ্যডাংগা নগর এলাকার শেখ মহিউদ্দিনের ছেলে।
জেলার বলেন, খানজাহান আলী থানার একটি মামলায় তার ৫ বছর সশ্রম কারাদন্ড এবং একইসাথে ৫৯ লাখ ৫৬ হাজার ২২৮ টাকা ৫৪ পয়সা জরিমানা করেন খুলনার একটি আদালত। হাইকোর্টে আবেদন করলে সাজার মেয়াদ কমিয়ে এক বছর সশ্রম কারাদন্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, বুধবার তিনি হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফপি/এমআই