Dhaka, Monday | 18 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 18 August 2025 | English
পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের: রিজওয়ানা হাসান
পাবনা-৩ আসনে মনোনয়ন যুদ্ধ, মাঠ গরম সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে’র মৃত্যুতে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
কিশোরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম:

নেত্রকোনায় সুঁই-সুতায় নারীদের নীরব বিপ্লব

প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২:৩৫ এএম  (ভিজিটর : ৫)

নেত্রকোনা শহরের ইসলামপুর এলাকার একটি সাধারণ টিনশেড ঘর। বাইরে থেকে একেবারেই সাদামাটা মনে হলেও ভেতরে প্রতিদিন রচিত হচ্ছে শত শত নারীর নতুন জীবনের গল্প। এ ঘরটির নাম স্বপ্নবুনন সেলাই শিখন কেন্দ্র। একটি সুই, সূতা আর কাপড়ের কারুকাজে শুধু পোশাক নয়, গড়ে উঠছে নারীদের আত্মবিশ্বাস, আর্থিক স্বাবলম্বন আর সমাজে নিজস্ব অবস্থান।
‎তিন জন দিয়ে শুরু, এখন শতশত নারী ২০০৫ সালে ‘স্বপ্নবুনন’ শুরু করেন উদ্যোক্তা তাহমিদা ইসলাম। শুরুতে অনেকের ঠাট্টা-বিদ্রূপ সহ্য করতে হলেও থেমে যাননি তিনি। সময়ের সাথে সেই ছোট্ট উদ্যোগ আজ দাঁড়িয়েছে ৭০০ থেকে ৮০০ নারীর জীবনের ভরসার জায়গায়। কেউ ঘরে বসেই পোশাক তৈরি করে বিক্রি করছেন, কেউ খুলেছেন নিজস্ব টেইলারিং শপ, আবার কেউ অনলাইনে চালাচ্ছেন হস্তশিল্প ব্যবসা।
‎শহর ছাড়িয়ে গ্রামেও আলো স্বপ্নবুনন-এর আলো এখন ছড়িয়ে পড়েছে নেত্রকোনার প্রত্যন্ত গ্রামেও। উদ্যোক্তা তাহমিদা ইসলাম খুঁজে নিচ্ছেন গৃহবধূ, বিধবা,কিংবা স্বামী-পরিত্যক্ত নারীদের। তাঁদের হাতে ধরিয়ে দিচ্ছেন সূঁচ-সূতা,শেখাচ্ছেন ব্লাউজ, থ্রি-পিস থেকে শুরু করে শিশুদের জামা তৈরির কৌশল। শুধু সেলাই নয়,জীবনের নতুন বুনন প্রতিদিন ৫০-৬০ জন নারী নিয়মিত আসেন প্রশিক্ষণ কেন্দ্রে। তাঁদের মধ্যে কেউ স্কুলপড়ুয়া কিশোরী, কেউ সংসারের হাল ধরা নারী। সেলাই শেখার পাশাপাশি তাঁরা খুঁজে পাচ্ছেন আত্মবিশ্বাস, আয়ের পথ এবং পরিবারের ভরসা হয়ে ওঠার সুযোগ। অনেকেই আজ সংসারের প্রধান উপার্জনকারী। চালাচ্ছেন সন্তানদের পড়াশোনা, পরিবারের খরচ ও চিকিৎসার দায়িত্ব।
‘স্বপ্নবুনন’ এখন আর কেবল একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে নারীর ক্ষমতায়নের এক নীরব বিপ্লব। যেসব নারী একসময় নিজেকে অযোগ্য ভাবতেন, আজ তাঁরাই অন্য নারীদের অনুপ্রেরণার উৎস।
‎তাহমিদা ইসলাম বলেন, আমার স্বপ্ন এই প্রশিক্ষণ শুধু ইসলামপুরে নয়, দেশের প্রতিটি গ্রামের নারীর কাছে পৌঁছাক। স্বাবলম্বী হওয়াই নারীর প্রকৃত ক্ষমতায়ন। যারা একসময় বলতেন এসব শিখে কী হবে, তারাই এখন বলছেন দারুণ কাজ করছেন।

‎তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে এ উদ্যোগ জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া সম্ভব। ২০২৬ সালে একটি গার্মেন্টস প্রতিষ্ঠার পরিকল্পনাও করেছেন তিনি, যেখানে আরও বহু নারী কাজের সুযোগ পেয়ে নিজেদের জীবন বদলাতে পারবেন। স্বপ্নবুনন তাই শুধু কাপড়ের বুনন নয়, নারীর স্বপ্ন ও জীবনের নতুন পথে হাঁটার গল্প।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝