চট্টগ্রাম নগরে আওয়ামী লীগের মিছিল পরবর্তী পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিল (২৫) গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলার চন্দনাইশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেখানো মতে নগরের বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘পুলিশের কাজে বাঁধা দেওয়া ও উপ-পরিদর্শকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। স্থানীয় যুবলীগ নেতা শাকিল ওই মিছিলে নেতৃত্ব দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শাকিলসহ তার সহযোগীরা উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানার মাথা, গলা, হাত ও পেটে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই রাতেই অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে। মামলায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এফপি/রাজ