তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী সদর উপজেলায় ২০ লাখ টাকার মালামাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে (২৮ জানুয়ারী) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (ইউপিডিএফ) এর সহায়তায় এসব মালামাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী বিরল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার সেক্রেটারী হামিদুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মালামাল বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ডেভেলপমেন্ট অফিসার বিভা রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক জানান, টিউবওয়েল, সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী, ফ্যান, স্কুল বেঞ্চ, ন্যাপকিন, সাংস্কৃতিক উপকরণ প্রভৃতি বিতরণ করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থী এবং দরিদ্রদের মাঝে। সুফলভোগী রয়েছেন ২ হাজার ৫’শ জন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে তারুণ্যের উৎসব কর্মসূচি চলছে। কর্মসূচির অংশ হিসেবে ৫২ দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা পরিষদ যে উদ্যোগ নিয়েছে আমি এতে স্বাগত জানাই, এর সুফল পাবেন মানুষ।’
এফপি/এমআই