সকাল বেলার ভাত খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনা থেকে রক্তাক্ত সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে। নিহত যুবকের নাম জামাল হোসেন (২১)। তিনি ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সকালে ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই উজ্জল হোসেনের সঙ্গে তর্কে জড়ান জামাল। এক পর্যায়ে উজ্জলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভৈরব বাজারের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, অত্যন্ত তুচ্ছ একটি বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ হয়। এরপর বড় ভাই উজ্জল তার ব্যবসায়িক কাজে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে জামালকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয় এবং পরে মারা যায়।
ওসি আরও জানান, উজ্জল পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার কাছে সব সময় ধারালো ছুরি থাকতো। সেই ছুরি দিয়েই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই উজ্জল পলাতক রয়েছে। বেলা ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যার কারণ ও বিস্তারিত জানার চেষ্টা করছে এবং ঘাতককে আটকের জন্য অভিযান শুরু করেছে।
এফপি/রাজ