গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফতেহ গণভনের বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ায় জুলাই জাগরণ র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর ও জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকা থেকে এক র্যালি বের করে মজমপুরগেট-ছয়রাস্তা মোড়, থানা মোড় হয়ে মজমপুর গেটে এসে সমাপ্ত হয়। পরে মজমপুর গেটে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ইমরান হোসেনসহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “যারা নিজেদের দলকে বড় দল হিসাবে জাহির করে এবং নিজেদের নেতাকর্মীদের ঠিক রাখতে পারে না, তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা আমরা বুঝতে পারছি।”
বতর্মান অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আগে সংস্কার চাই, হত্যাকারীদের বিচার চাই। তারপর নির্বাচন দিন। সংস্কার না করে নির্বাচন দিলে যারাই ক্ষমতা পাবে তারা কি সংস্কার করবে সেটা আমরা জানি। জুলাই অভ্যুত্থানের এক বছর হয়ে গেলো, কিন্তু খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাদের বিচার দ্রুত করতে হবে।”
এই বাংলাদেশে আর কেউ যেন আর কোন হাসিনা, খুনি না ফিরে আসে এজন্য আমরা সজাগ আছি বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে কুষ্টিয়া পৌর সভার সামনে থেকে অনুরূপ একটি র্যালি বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
এফপি/রাজ