জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বন্দর ও কাস্টমস কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, সরকারি ছুটি হওয়ায় বন্দর সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম আজ বন্ধ রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “আজ শুধু পণ্য আমদানি-রপ্তানি ও কাস্টমস কার্যক্রম বন্ধ আছে। কিন্তু ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে।”
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সরকারি ছুটির কারণে আজ বন্দরে কোনো পণ্য খালাস বা নতুন চালান গ্রহণ করা হচ্ছে না। তবে যেসব ভারতীয় ট্রাক ইতোমধ্যে পণ্য খালাস করে ফেলেছে, তারা খালি অবস্থায় ফিরে যেতে পারবে।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০টি ভারতীয় ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে। অপরদিকে, বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় ৮০ থেকে ১০০টি ট্রাক পণ্য। বন্দর কার্যক্রম এক দিনের জন্য বন্ধ থাকায় সরকারের প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আয় ব্যাহত হতে পারে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল বুধবার (৬ আগস্ট) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
এফপি/রাজ