কুমিল্লা বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর নতুন বাজারের অশ্বদীয়া আড্ডা যাওয়ার প্রধান সড়কের পাশে থাকা ৩টি গাছ কেটে চতুর্থ গাছ কাটতে গেলে সাংবাদিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করলে অজ্ঞাত এক ব্যক্তি বলেন বরুড়া উপজেলা ফরেস্ট অফিসারের অনুমতি ক্রমে গাছ কর্তন করা হচ্ছে।
অজ্ঞাত ব্যক্তির মুঠোফোন থেকে ফরেস্ট অফিসারের সাথে কথা বলে জানা যায়, ফরেস্ট অফিসার এই বিষয় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু- এমং মারমা মং কে এবিষয়ে অবগত করবেন।
স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, যারা জমির মালিক রয়েছেন তারাও এই গাছ কাটার বিষয়ে জানেন না। তারা আরও বলেন, যেহেতু রাস্তার পাশে জমির মালিক রয়েছে সেহেতু জমির মালিকরাই আইনগত ভাবে এই গাছগুলা কর্তন করতে পারেন। খালের ওপরে গাছগুলা কাটার বিষয়ে আমরা জানি না।
পরে স্থানীয় সাংবাদিক তার মুঠোফোন থেকে ফরেস্ট অফিসারকে ফোন দিয়ে এবিষয়ে জানতে চাইলে ফরেস্ট অফিসার বিভিন্ন অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যান।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু- এমং মারমা মং এর মুঠোফোনের মাধ্যমে অবগত করলে তিনি বলেন, এই বিষয়ে আমি কোন কিছু জানিনা। নু- এমং মারমা মং আরো বলেন এ বিষয়ে সত্যতা মিললে আমি আইনি ব্যবস্থা নেব।
এফপি/এমআই