Dhaka, Wednesday | 30 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 July 2025 | English
ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধ করছে বাঁশখালী ইকোপার্ক
শিরোনাম:

গঙ্গাচড়ায় হিন্দু পল্লীর ঘরবাড়ি প্রশাসনের উদ্যোগে মেরামত চলছে

প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:০২ এএম  (ভিজিটর : ৭)

রংপুরের গঙ্গাচড়া উপজেলার হিন্দুপল্লীর বাড়িঘর জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামত ও নির্মাণ করে দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে মেরামতের কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। এসব কাজে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম এবং পুলিশ সদস্যরা তদারকি করছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামে মহানবী (সাঃ) কে কটূক্তির অভিযোগে শনিবার সন্ধ্যায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রোববার কয়েকটি হিন্দু পরিবারের ঘরে ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই প্রশাসনের কঠোর অবস্থান ও নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে ওই সময় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামে এখন শান্ত পরিস্থিতি বিরাজ করছে। আর থমথমে ভাব নেই। মানুষজন স্বাভাবিক জীবনযাপনে ফিরে নিজেদের কাজকর্ম শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও সেনাসদস্যরা এখন ওই এলাকা ঘিরে রেখেছে।

প্রশাসন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার রাতে ফেসবুকে পোস্টে দেয়ার অভিযোগে ওই কিশোরকে পুলিশি হেফাজতে নেয়ার পরই একদল উত্তেজিত লোকজন মিছিলসহ তার বাড়ির দিকে যায় ও শ্লোগান দিয়ে তার বিচার দাবি করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল এমরান বলছেন, ওই কিশোর ধর্ম অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে এমন অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পরই তাকে আটক করেছেন তারা।

তিনি হামলার ব্যাপারে বলেন, হামলার ঘটনাটি আমরা তদন্ত করছি এবং কেউ লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সেখানকার একজন অধিবাসী অরবিন্দ রায় বলছেন, গতকাল সোমবারও মিছিল নিয়ে আসার প্রস্তুতির কথা তাদের কানে এসেছে। “তবে সেনাবাহিনী আছে। অন্য এলাকা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনও আসছে। পুলিশ আছে। তাই ভয় কাজ করছে না।”

তিনি জানান, হামলাকারীরা শুধু বাড়িঘরেই হামলা করেনি বরং আশেপাশের আখের ক্ষেতগুলোও নষ্ট করে দিয়ে গেছে।

আলদাদপুর গ্রামের বাসিন্দা দীপংকর দাস বলেন, আমার আত্মীয়ের ঘরগুলোর মধ্যে একটি ভাঙচুর করা হয়েছে। তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি শান্ত। সবাই বাড়িতে অবস্থান করছেন।

একই এলাকার দিনমজুর অমলেশ বর্মণ বলেন, আমার ঘরের জানালাগুলো ভাঙচুর করা হয়েছে। রাতে আতঙ্ক ছিলো; কিন্তু এখন সেনাবাহিনী ও পুলিশ আছে- তাই কিছুটা সাহস পেয়েছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন, বাঁশ ও কাঠসহ প্রয়োজনীয় সবকিছু দিয়ে আমাদের ঘরবাড়ি নির্মাণ করে দিচ্ছেন। এটা আমাদের বাপ-দাদার ভিটা, এখানেই জন্মেছি। আমরা পালাবো কেন। আমরা ঘটনার দিনও বাড়ি থেকে কেউ পালিয়ে যাইনি। তবে যে ঘরগুলো একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ঘরের মালামালগুলো তারা অন্যত্র সরিয়ে রাখা হয়েছিল।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম বলছেন, ধর্ম অবমাননার অভিযোগ যার বিরুদ্ধে ছিলো তাকে তাৎক্ষণিকভাবে আটক করেছে। এরপরেও উস্কানি দিয়ে হিন্দু এলাকায় ঢুকে বাড়ি ভাঙ্গচুর করা হয়েছে। এখন স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ের রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, হিন্দুপল্লীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আপাতত পনের বাইন, ঢেউটিন, বাঁশ কাটসহ জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের পক্ষ থেকে চারটি টিউবওয়েল এবং সকল প্রয়োজনীয় পণ্য দেয়া হয়েছে। আশা করি, আর কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটবে না।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝