Dhaka, Wednesday | 30 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 July 2025 | English
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধ করছে বাঁশখালী ইকোপার্ক
সারা দেশে ১১ দিনের ‘বিশেষ সতর্কতা’ জারি
বিশ্ব বাঘ দিবস আজ
শিরোনাম:

ট্রাক আটকে ৯ দিন ধরে দুর্ভোগে পাটকেলঘাটার ১০ গ্রামের মানুষ

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:১৫ এএম  (ভিজিটর : ১০)

পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের আশানগর-হরিণখোলা সড়কে স্কেভেটরবাহী একটি ট্রাক আটকে থাকায় টানা ৯ দিন চরম দুর্ভোগে পড়েছে প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। সেখানে প্রবেশ করতে পারছে না এ্যাম্বুলেন্স, ঔষধের গাড়ি, মাছের গাড়ি ও বিভিন্ন ধরণের পরিষেবা। জরুরী ভিত্তিতে ট্রাকটি অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম মেট্রো শ-১১-১১-৩০ নম্বরের একটি ট্রাক স্কেভেটর নিয়ে গত ২০ জুলাই বিকেল ৪টার দিকে পূর্ণচরণ সরকারের বাড়ির সামনে সড়কে হঠাৎ ডেবে যায়। এরপর থেকে ট্রাকটি সড়কের মাঝখানে পড়ে রয়েছে। ফলে আশপাশের হরিণখোলা, আশানগর সহ অন্তত ১০টি গ্রামের সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া কোমলমতী শিশুরা রোগিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এলকাবাসী আকবর সরদার, অনিল গোলদার, মনোরঞ্জন মণ্ডল, সনজয় বাড়াড়, দিলীপ মণ্ডল, কিরণ চন্দ্র মণ্ডল ও কালীপদ মণ্ডলসহ অনেকেই  জানান, ট্রাকটি না সরানোয় খাদ্য ও মাছ পরিবহনের জন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। পিকআপ, নসিমন, ভ্যান এমনকি ছোট টলিও চলাচল করতে পারছে না। এতে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষীরা।

স্থানীয় ইউপি সদস্য শিবপ্রসাদ মণ্ডল বলেন, আমরা দীর্ঘ ৯ দিন ধরে মাছ পরিবহন করতে পারছি না। এতে মৎস্য খাতে কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। দ্রুত ট্রাকটি অপসারণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে এলাকাবাসী দ্রুত সড়কটি থেকে ট্রাকটি সরিয়ে জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝