Dhaka, Saturday | 26 July 2025
         
English Edition
   
Epaper | Saturday | 26 July 2025 | English
পিরোজপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙা হল রাজৈর উপজেলা পরিষদের গেইট
শিরোনাম:

মেঘনায় ১১ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:১১ পিএম  (ভিজিটর : ৮)

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর মোহনায় একটি মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা মাছ ধরা ট্রলার ও ট্রলারে থাকা মাঝিসহ ১১ জন জেলেকে ট্রলারসহ অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। ডাকাতেরা এরই মধ্যে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করেছে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকেলে বিষয়টি জেলেদের স্বজনেরা জানতে পারেন। পরে পরিবার ও মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করা হয়। নৌ-পুলিশ বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেও অপহৃত জেলেদের উদ্ধার করতে পারেনি।

অপহৃত ১১ জেলে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার পাটোওয়ারী ইউনিয়নের চর ফলকন গ্রামের বাসিন্দা । 

ট্রলারের মালিক নূর সোলেমানের ভাই নূর আলম মাঝি মুঠোফোনে জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঠেঙ্গাচর এলাকায় সাগরে মাছ ধরা অবস্থায় তার ভাই  নুর সোলেমান  সহ ১১ জেলেকে অপহরণ করে  অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এখন ও পর্যন্ত আমরা তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনে কল যায় কিন্তু  রিসিভ করে না। এদিকে অপর একটি নাম্বার থেকে কল করে নাম পরিচয় না বলে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। 
 
অপহৃত ট্রলারের দাদন দেওয়া হাতিয়া বৌ বাজার ঘাটের আড়তদার ও চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালীম আজাদ বলেন, ট্রলারের মাঝি মাল্লার সাথে দীর্ঘ বছর ধরে দাদন দিয়ে ব্যাবসা করে আসছি। তাদের অপহরণের খবর পেয়ে হাতিয়া নৌ পুলিশকে অবহিত করে তাদের কে নিয়ে কয়েকটা জায়গায় অভিযান পরিচালনা করে উদ্ধারে ব্যর্থ হয়।
 
এ বিষয়ে হাতিয়ার নলচিরা নৌ পুলিশের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, গতকাল সন্ধ্যায় বিষয়টি জানতে পেরেছি। এরপর স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থল এবং আশেপাশে অভিযান পরিচালনা করে কিছু পাওয়া যায়নি। অপহৃত জেলেদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝