জয়পুরহাটে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে তিনটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মৃত্যুর এই মিছিলে একজন গাছের নিচে চাপা পড়ে, একজন বজ্রপাতে এবং একজন ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।
জেলার পাঁচবিবি উপজেলার উচাই বাজারে ঝড়ের সময় গাছ ভেঙে চাপা পড়ে সজল মিয়া (৩৫) নামে এক যুবক মারা যান। নিহত সজল উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন জানান, সকালে ঝড় ও বৃষ্টির সময় উচাই বাজারে একটি টিনের ছাপড়ার নিচে আশ্রয় নিয়েছিলেন সজলসহ কয়েকজন। এসময় ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের একটি বড় আম গাছ ভেঙে ছাপড়ার ওপর পড়ে যায়। বাকিরা দৌড়ে বেরিয়ে গেলেও সজল গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান জসিম উদ্দিন (২৫)। নিহত জসিম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিসুল হকের ছেলে।
ক্ষেতলাল থানার ওসি কামাল হোসেন জানান, আমন ধানের চারা রোপণ করার সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রবিদাস পাড়া এলাকায় পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন।
আক্কেলপুর থানার ওসি মুমিনুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
এফপি/রাজ