Dhaka, Thursday | 24 July 2025
         
English Edition
   
Epaper | Thursday | 24 July 2025 | English
গোয়ালন্দ ফায়ার সার্ভিস সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে যমুনেশ্বরী নদী চরের বেদে বহর
আদমদীঘিতে নারীসহ দুই জনের আত্মহত্যা
শিরোনাম:

পটুয়াখালীতে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১১:৩৯ পিএম  (ভিজিটর : ৮)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উপজেলার ১৩১নং পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মণাধীন নতুন ভবনের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

২৩ জুলাই বুধবার বেলা ১১টায় হরিদেবপুরবাসীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, অবিভাবক আব্দুস সালাম, এলাকাবাসী আরিফ বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যালয়ের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২০২৩ সালে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে ভবনের নির্মাণ কাজ শুরু করে মোঃ গিয়াস উদ্দিন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। যা চলতি বছর ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। কাজের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় কাজে বাঁধা প্রদান করেন এলাকাবাসী। তাদের বাঁধা উপেক্ষা করে তৎকালীন সরকারের ক্ষমতার প্রভাব বিস্তার করে ভবনে দুটি ছাঁদ দেয়া হয়। বৃষ্টি হলেই যে ছাঁদ দিয়ে পানি চুইয়ে পড়ে। হাতের টানে দেয়াল থেকে ছুটে আসে ইট। কাজ শেষে এই ভবন যদি হস্তান্তর করা হয় তা শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে।

বর্তমানে বিদ্যালয়ে শিশুদের পাঠাতে চায় না অবিভাবকরা। ছাত্রছাত্রীদের উপস্থিতি কমেছে আশংকাজনক হারে। তাই নির্মানাধীণ এ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি তাদের।

এদিকে এলজিইডি গলাচিপা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমের দাবি, সিডিউল অনুযায়ী ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে। কোন ধরনের দুর্নীতির আশ্রয় নেয়া হয়নি। প্রয়োজনে পরীক্ষা করা হবে।

এলজিইডি নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, এ বিষয়ে দ্রুততার সাথে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝