Dhaka, Wednesday | 23 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 23 July 2025 | English
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪
২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত
টঙ্গীতে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ জনের মৃত্যু
শিরোনাম:

গৌরনদীতে হোটেলের আড়ালে মাদক কারবার, আটক ২

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬:৩৪ পিএম  (ভিজিটর : ১২)

বরিশালের গৌরনদীতে কটকস্থল বাসস্ট্যান্ডসংলগ্ন ফাতেমা হাইওয়ে রেস্টুরেন্টে চলছিল দীর্ঘদিনের গোপন মাদক বাণিজ্য। নামমাত্র খাবার হোটেল, ভেতরে জমজমাট মাদক ব্যবসা এমনই চিত্র ধরা পড়েছে।

রোববার রাতে অভিযান চালিয়ে এই মাদক আস্তানার পর্দা ফাঁস করে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে হোটেলের ভেতর থেকে উদ্ধার করা হয় ৪৯ পিস ইয়াবা, আনুমানিক ১০০ গ্রাম গাঁজা, নগদ অর্থ, মাদক বিক্রির হিসাবখাতা ও সেবনের সরঞ্জামাদি।

ঘটনাস্থল থেকে হোটেলটির মালিক মানিক মাঝি এবং ম্যানেজার উত্তম কুমার বণিককে আটক করা হয়। তবে অভিযানের আগমুহূর্তে হোটেলের এক কর্মচারী জাহাঙ্গীর ওরফে সাগর কৌশলে পালিয়ে যান।

সোমবার দুপুরে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) ফাইজুল ইসলাম হৃদয় বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে আমরা কঠোর অবস্থানে আছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝