Dhaka, Tuesday | 29 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 July 2025 | English
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক
লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য আটক
কপোতাক্ষে ভাঙল বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন মধুসূদনের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
শিরোনাম:

নুরুল ইসলাম বাবুল ছিলেন একজন সফল শিল্পোদ্যোক্তা: ডা. মাজহার

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:৪৭ পিএম  (ভিজিটর : ১৯)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ছিলেন একজন সাহসী ও দূরদর্শী শিল্পোদ্যোক্তা। 

তিনি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে অসংখ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তিনি অনেক মানুষের রুটি রুজির ব্যবস্থা করেছেন।  মেধা, সততা, শ্রম ও সাহসিকতাকে পুঁজি করে তিনি গড়ে তুলেছেন একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। তার দেশপ্রেম, উদ্যম-সাহসিকতা, মানবিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগ আজও সবার জন্য অনুপ্রেরণার উৎস।

রোববার (২০ জুলাই) বেলা ১১টায় টঙ্গী স্টেশন রোড এলাকায় টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে দেশের শিল্প খাতের অগ্রদূত যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তর-এর স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরাবতা পালনের মধ্য দিয়ে নুরুল ইসলাম বাবুলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে যমুনা গ্রেুপের মিডিয়া উল্লেখ যোগ্য ভূমিকা রাখায় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

টঙ্গী থানা প্রেসক্লাবের আহবায়ক এস এম মনির উদ্দিনের সভাপতিত্বে ও  দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি আনোয়ার হোসেনের সঞ্চালনায়  ‎আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারী।

বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিকুর রহমান সেলিম, টঙ্গী থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মৃনাল চৌধুরী সৈকত, শংকর রায়, সহ সাধারণ সম্পাদক অমল ঘোষ, সমকালের টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুসা, সাংবাদিক সুজন সারোয়ার, রাজিব হাসান, আল আমিন, মো: শাহিন মিয়া, বিএ রায়হান, জাহাঙ্গীর আকন্দ প্রমূখ।

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন ক্বারী মো. নুর আলম। মোনাজাতে নুরুল ইসলাম বাবুলের সহধর্মিণী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলামসহ তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝