Dhaka, Sunday | 20 July 2025
         
English Edition
   
Epaper | Sunday | 20 July 2025 | English
গুরুতর আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে
শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে: ফরিদা আখতার
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
হারিয়ে যাচ্ছে সুন্দরবন উপকূলে তালগাছ, রোপণে নেই আগ্রহ
শিরোনাম:

রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১, আহত ১০

প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:২৭ পিএম  (ভিজিটর : ৩)

রংপুরে এলপিজি ফিলিং স্টেশন মেরামত করার সময় বিস্ফোরণে এক জন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যাক্তির নাম মো. সোহাগ, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন।

শনিবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে নগরীর সিও বাজার ২ নম্বর বিজিবি গেট সংলগ্ন এলাকার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে ওই ফিলিং স্টেশন থেকে হঠাৎ বিকট শব্দ হয়। পরে আশপাশের লোকজন দৌড়ে এসে দেখে গ্যাস ফিলিং স্টেশনটি উড়ে গেছে এবং আশপাশের বাড়ির কাঁচের জানালা সব ভেঙে গেছে। সেই সঙ্গে ওই গ্যাস ফিলিং স্টেশনের আশপাশে সমসাময়িক থাকা ও সড়কে চলমান গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে থেকে সোহাগ নামের এক ইঞ্জিনিয়ার মারা গেছেন। এছাড়াও অন্যান্য আহতদের মেডিক্যালের অন্যান্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এদিকে গ্যাস ফিলিং স্টেশনের কর্মকর্তা সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে কোনো গ্যাস ছিল না। নষ্ট হয়েছিল। যার কারণে মেরামত করা হচ্ছিল। মেরামতের সময় এই বিস্ফোরণ ঘটে। কি কারণে বিস্ফোরণ হলো বুঝতে পারছি না।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই বিস্ফোরণে একজন মারা গেছে। আরও গুরতর আহত হয়েছে কয়েকজন। কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝