Dhaka, Friday | 18 July 2025
         
English Edition
   
Epaper | Friday | 18 July 2025 | English
ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০
আইনশৃঙ্খলার অবনতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সোনাতলার হরিখালী বাজার মোড় কাদা-পানিতে নিমজ্জিত, জনদুর্ভোগ চরমে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম
শিরোনাম:

৮ শূন্য পদ নিয়ে চরম সংকটে মোরেলগঞ্জ প্রাণী সম্পদ হাসপাতাল

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ২:০৬ পিএম  (ভিজিটর : ৪৫)

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটিরিনারি হাসপাতাল জনবল সংকটে ভূগছে।

একযুগের বেশী সময় ধরে এ হাসপাতালের ১১টি পদের মধ্যে ৮টি পদই রয়েছে শূণ্য। ফলে ২ লাখ কৃষকের গবাদী পশু ও হাস মুরগীর চিকিৎসা ব্যবস্থা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সেবা নিতে আসা গ্রাহকদের দাবি গবাদিপশুর চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারসহ জনবল বৃদ্ধি করার।

সরেজমিনে ও অফিসসূত্রে খোজ নিয়ে জানা গেছে, এ উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভার গবাদিপশুর হাসমুরগীর চিকিৎসা ব্যবস্থা গ্রহণে আশির দশকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটিরিনারি হাসপাতালটি স্থাপিত হলেও একদিকে যেমন চিকিৎসার ক্ষেত্রে লাগেনি আধুনিকতার ছোঁয়া। অন্যদিকে একযুগের বেশিসময় ধরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পদসহ গুরুত্বপূর্ণ ৮টি পদই শূণ্য রয়েছে।

সদ্য যোগদানকৃত ভেটিরিনারি সার্জন ডাঃ মো. আবু হানিফ যোগদনের পর থেকে একাই দায়িত্ব পালন করছেন কর্মকর্তার পদসহ দুটি পদের। এছাড়াও এ দপ্তরে দায়িত্ব পালন করছেন অফিস সহায়ক ১ জন, ফিল্ড এসিট্যান্ট (কৃত্রিম প্রজনন) ১ জন। তিনজন দ্বারাই পরিচালিত হচ্ছে এ হাসপাতালটি।

হাসপাতালের প্রাণী সম্পদ কর্মকর্তার পদ ৪ মাস ধরে খালি, ফিল্ড এসিট্যান্ট ৩টি পদই শূন্য রয়েছে ৫/৬ বছর ধরে। ড্রেসার পদে ১ জন থাকার কথা থাকলেও সে পদটি রয়েছে ১৫ বছর ধরে শূন্য। উপজেলা লাইভ স্টক এসিট্যান্ট পদটি ১০ বছর ধরে শূণ্য। এছাড়াও এমএলএসএস পদের ১ জন ১৫ বছর ধরে শূণ্য।

সেবা নিতে এসে অনেকের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। আবার কর্মকর্তা দাপ্তরিক কাজে অনেক সময় বাহিরে থাকায় চিকিৎসা নিতে আসা মানুষকে ফিরে যেতে হয়। প্রতি মাসে এ হাসপাতাল থেকে পোল্ট্রি ফার্ম, ডেইরী ফার্ম, ছাগল ফার্ম, ভেড়ার খামারসহ প্রাণী সম্পদের রেজিস্ট্রেশনকৃত ১৮’শ খামার মালিকরা সেবা, এছাড়াও ১০ হাজার হাস মুরগী, ৩ হাজার গবাদিপশুর ভ্যাকসিন গ্রহণ করে থাকে।

প্রতিমাসে ২টি প্রি মেডিকেল ক্যম্পে গ্রাহকরা সেবা নেয়। দেশের ২য় বৃহত্তর এ উপজেলায় ৭০হাজার গাভী থেকে প্রতি মাসে ১৫ শ মেট্রিকটন দুধ, ১৪ শ ১৭ মেট্রিকটন মাংস ও ২/ ৩ কোটি ডিম উৎপাদন করে তা নিজেদের চাহিদা মিটিয়েও বাহিরে সাপ্লাই দেয়া হয়।

এসম্পর্কে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা (ভেটিরিনারী সার্জন ) ডাঃ মো. আবু হানিফ বলেন, এ হাসপাতালে জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে গবাদিপশুর ভ্যাকসিন ও চিকিৎসা ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা প্রদানের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝