Dhaka, Tuesday | 29 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 July 2025 | English
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক
লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য আটক
কপোতাক্ষে ভাঙল বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন মধুসূদনের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
শিরোনাম:

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৯:২১ পিএম  (ভিজিটর : ২৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদাবাজি ও মব ভায়োলেন্স রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, মব ভায়োলেন্স ও চাঁদাবাজি কখনোই গ্রহণযোগ্য নয়। এসব প্রতিহত করতে হলে জনগণকে সচেতন ও সরব হতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারও নেই। কেউ আইন নিজের হাতে তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—সে যত বড়ই হোক না কেন।

সোমবার (১৪ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদেরও খুঁজে বের করতে হবে। মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে এবং মানসিকতার পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, কক্সবাজার দিয়ে মাদক প্রবেশ করছে। এই সংকট মোকাবেলায় নৈতিকতা ও ঈমানের ভিত্তিতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

রোহিঙ্গা শিবিরে অপরাধ ও মাদক কারবার বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা এখন বিষফোঁড়ায় পরিণত হয়েছে। তাদের অপরাধকর্ম আমাদের ভাবিয়ে তুলছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে একজন বিশেষ উপদেষ্টাও রয়েছেন, যিনি নিরলসভাবে কাজ করছেন।

বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজসহ বিভিন্ন বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝