ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডা: হংসুপতি শিকদার, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠনই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। জনগণকে এ বিষয়ে আরও সচেতন ও সম্পৃক্ত করতে হলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় নেতাদেরও এগিয়ে আসতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও পরিবেশ সব ক্ষেত্রেই টেকসই উন্নয়ন সম্ভব। এজন্য সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফপি/রাজ