বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় শাকিল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেলের আরোহী যুবক নিহত হয়েছেন।
রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শাকিল পটুয়াখালীর দশমিনা উপজেলার যোতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুর রহমান জানান, বরিশালগামী একটি বাসের সাথে ঢাকাগামী মোটরসাইকেলের ধাক্কায় শাকিল গুরুতর আহত হন। এ সময় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শের-ই বাংলা মেডিক্যালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। যানবাহনটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলছে।
এফপি/রাজ