ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শারসাকান্দি-বালিয়াচরা সংলগ্ন স্থানে ট্রেনে কাটা পড়ে শামিমা আক্তার (আঙ্গুরী) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা এ নিয়ে ভিন্ন মত রয়েছে। তবে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনে জানিয়েছেন তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার শারসাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং একই গ্রামের সাত্তার শিকদারের কন্যা। তার স্বামী আশরাফ শেখ একই গ্রামের ভাঙ্গা পোস্ট অফিসের কর্মচারী।
শুক্রবার বেলা ১২টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী রূপসা এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,দ্রুতগামী ট্রেনটি অতিক্রম করার সময় ট্রেনের নীচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
তবে একটি সূত্র জানিয়েছে বেশ কয়েক দিন যাবৎ স্বামী আশরাফ শেখের সাথে টিকটক করা এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে শুক্রবার কলহ চরম পর্যায়ে পৌঁছলে তিনি রেলের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কোন বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এরই জের ধরে ওই শিক্ষিকা ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেন। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এফপি/রাজ