Dhaka, Friday | 18 July 2025
         
English Edition
   
Epaper | Friday | 18 July 2025 | English
ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০
আইনশৃঙ্খলার অবনতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সোনাতলার হরিখালী বাজার মোড় কাদা-পানিতে নিমজ্জিত, জনদুর্ভোগ চরমে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম
শিরোনাম:

খাত ভিত্তিক টাকা নেই না, একবারেই সব টাকা নেই— বললেন প্রধান শিক্ষক

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:৪৮ পিএম  (ভিজিটর : ৫৮৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি কোন খাতে কত টাকা নেয়া হচ্ছে তা উল্লেখ না করেই ইচ্ছামত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে পাংশা পৌরসভার 'এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ' বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেনের বিরুদ্ধে।

জানা যায়, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সরকারি নীতিমালার পরিপত্র অনুসরণপূর্বক খাতওয়ারী শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি আদায় করার বিধান রয়েছে। তবে এক্ষেত্রে কোন নীতিমালা বা রেজুলেশন ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করেছেন এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন।

বিদ্যালয় কর্তৃক প্রদত্ত রশিদ দেখে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। রশিদটি পর্যালোচনায় দেখা যায়, তারিখ ব্যতীত পরীক্ষার ফি বাবদ ৪৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫৫০ টাকা ও জুলাই থেকে ডিসেম্বর অব্দি ৬ মাসের বেতন বাবদ ৬৬০ টাকা থেকে সর্বোচ্চ ১৪০০ টাকা করে নেওয়া হয়েছে। এছাড়াও সেশন ফি বাবদ ১২০০ টাকা করে নেয়া হয়েছে। তবে উল্লেখ নেই কোন খাতে কত টাকা নেয়া হয়েছ।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, আমরা বিদ্যালয়ে নিয়মিত টাকা দিলেও কোন খাতে কত টাকা দিচ্ছি তা জানিনা।

কয়েকজন অভিভাবক বলেন, আমরা সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে টাকা দিই কিন্তু কখনো জানতে পারিনা এই টাকা স্কুলের কোন খাতে ব্যয় করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সরেজমিনে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে গেলে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনের সঙ্গে। সেসময় তার কাছে জানতে চাওয়া হয়, সেশন ফি আদায়ের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত কোনো নীতিমালা বা পরিপত্র অনুসরণ করা হয় কি না। প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক জানান, তারা নীতিমালা অনুসরণ করেই টাকা আদায় করে থাকেন। কিন্তু নীতিমালা দেখাতে বললে তিনি জানান, তা তিনি দেখাতে পারবেন না।

এরপর জানতে চাওয়া হয়, কোন খাতে কত টাকা নেওয়া হয়? জবাবে তিনি বলেন, "আমার নির্দিষ্ট করে কোনো তালিকা নেই যে কোন খাতে কত টাকা নেওয়া হবে। আমরা নির্দিষ্ট করে টাকা নেই না। বিভিন্ন খাতের টাকা একসাথে করা থাকে। এক খাতের টাকা অন্য খাতেও অনেক সময় কম বেশি খরচ হয়। তাই যেই খাতে যখন যত টাকা লাগে, তখন আমরা একবারেই পুরো টাকা নিয়ে তা জেনারেল ফান্ডে জমা রাখি এবং প্রয়োজন অনুযায়ী খরচ করি।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বলেন, "উপজেলার সকল প্রধান শিক্ষকদের নিয়ে একটি মিটিং করা হয়েছে। সেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে তা উল্লেখপূর্বক রশিদ প্রদানের জন্য। যাতে করে শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারে তাদের কাছ থেকে কোন কোন খাতের কত টাকা নেয়া হচ্ছে। এক্ষেত্রে কোন লুকোচুরি করা যাবে না।"

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝