মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি রাখী ব্যানার্জী।
ইউনিসেফ- এর সহযোগিতা ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মেহতাজ আরা, কমিটির সদস্য অধ্যাপক (অবঃ) গোলাম সরোয়ার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও কমিটির সদস্য ড. মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কমিটির সদস্য মোঃ আব্দুল গনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কমিটির সদস্য গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, কমিটির সদস্য সুমন মজুমদার, শিশু সুরক্ষা সমাজকর্মী অভিজিৎ সরকারসহ অন্যরা।
সভায় শিশু সুরক্ষা বিষয়ে উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে কমিটি গঠন করে শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নানা পদক্ষেপ তুলে ধরে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এফপি/এমআই