নাটোরের সিংড়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরিফুল ইসলাম আরিফ (৪২) নামে এক বিএনপি নেতা দগ্ধ হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আরিফুল ইসলাম আরিফ ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং ১২নং খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
পরিবার সূত্রে জানা গেছে, রাতের খাবারের প্রস্তুতিকালে আরিফ রান্না ঘরে যান মশা নিধনের কয়েলে আগুন দিতে। এসময় তাঁর হাতে থাকা গ্যাস লাইটারটি হঠাৎ জ্বলন্ত চুলায় পড়ে যায়। মুহূর্তেই সিলিন্ডারে আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে আরিফুল ইসলাম আরিফের শরীর, হাত ও মুখের বেশ কিছু অংশ দগ্ধ হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এফপি/অ