Dhaka, Tuesday | 19 August 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 19 August 2025 | English
পরিবেশবান্ধব চাষাবাদে মৎস্য খাতকে সমৃদ্ধ করা সম্ভব: প্রধান উপদেষ্টা
পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের: রিজওয়ানা হাসান
পাবনা-৩ আসনে মনোনয়ন যুদ্ধ, মাঠ গরম সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে’র মৃত্যুতে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
শিরোনাম:

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৩:৫১ পিএম  (ভিজিটর : ৯৫)
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া-কদমচিলান গ্রামীন সড়কের সেকচিলান  এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- কদিমচিলান ইউনিয়নের ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদার ছেলে শ্রাবণ মজুমদার (১৬), রতন মজুমদার ছেলে স্বপ্ন মজুমদার (১৬) ও  সিংড়া এলাকার বিষ্ণ সরকারের ছেলে বিধান সরকার (১৬)। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওয়ালিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের সঙ্গে সেকচিলান এলাকায় বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ তিন আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় স্থানীয়রা ট্রাকটিকে উল্টিয়ে চাপা পড়া তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুইজন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

এফপি/এমআই
বিষয়:  নাটোর   সড়ক দুর্ঘটনা   নিহত  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝