বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পুলিশ জুলফিকার মোড়ল জিসান (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জুলফিকার মোড়ল জিসান দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।
কলেজ শিক্ষার্থী ও মামলার বাদী জানান, জিসানের সাথে আমার প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে বিবাদীর সাথে তার মাঝে মাঝে ব্যক্তিগত ছবি আদান প্রদান হতো। বিবাদীর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে তাদের দুজনের মধ্যে বিভিন্ন সময়ে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পার্কের দক্ষিণ পশ্চিম দিকের কর্নারে বাগানের মধ্যে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে।
গত ২৫ মার্চ তাকে বিয়ে করার কথা থাকলেও বিবাদী বিয়ে না করে তালবাহানা করে। আমি অন্তসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি বিবাদীকে জানানোর পরে তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ দেয় এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
দেবহাটা থানার এসআই লেলিন বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে দেবহাটা থানার মামলা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এফপি/রাজ