শেরপুরের নালিতাবাড়ীতে গভীর রাতে অবৈধ বালু পরিবহনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বালু পরিবহনে জড়িত ৯টি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ১২টা হতে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
ভ্রাম্যমান আদালতে নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের জমির হোসেনকে ১৫ দিন, একই এলাকার জহুরুল ইসলাম খোকনকে ৭ দিন, আন্ধারুপাড়া এলাকার আব্দুল কাদিরকে ৭ দিন, ময়মনসিংহ চুরখাই এলাকার গাজী শেখকে ১৫ দিন, ত্রিশাল মধ্যকটিরচরপাড়া এলাকার আরিফুল ইসলাম সোহাগকে ৭ দিন, ময়মনসিংহ চুরখাই এলাকার রাকিব হোসেনকে ১৫ দিন, একই এলাকার আব্দুর রাসেলকে ১৫ দিন, কিশোরগঞ্জ পাকুন্দিয়া এলাকার মমিন মিয়াকে ৭ দিন, ত্রিশাল বাগানগ্রাম এলাকার রোকনকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ট্রাকযোগে পাচার করা হচ্ছিল। এমন সংবাদে বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ৯ জনকে আটকের পর ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়াও বালু পরিবহনে জড়িত ৯টি ট্রাক জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে এ সাজা দেওয়া হয়েছে। যারা বেআইনিভাবে বিভিন্ন খনিজ সম্পদ, বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার সাথে জড়িত থাকবে জনস্বার্থে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/রাজ