Dhaka, Monday | 15 September 2025
         
English Edition
   
Epaper | Monday | 15 September 2025 | English
ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
দামুড়হুদায় সার বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
৯৯৯-এ ফোন, মান্দায় জমি দখলের অভিযোগে দোকানঘর নির্মাণ বন্ধ
ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত
শিরোনাম:

ইসলামের ভিত্তিতে রাষ্ট্র গঠন করলে সবাই ভালো থাকবো: ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১১:৩৯ পিএম  (ভিজিটর : ১১০)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মাঝেও বিভিন্ন সময়ে বিভিন্ন উপকরণ দিয়েছি। তাদের সেবা করার চেষ্টা করেছি কারণ ইসলাম যেখানে ভালো সেখানে ভিন্ন ধর্মাবলম্বীরাও ভালো থাকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন করেছিলেন সেই সোনার মদিনায় ভিন্ন ধর্মাবলম্বীরাসহ সবাই ভালো ছিলো ।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটি প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, একমাত্র আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া এরকম প্রকাশ্যে বিগত ১৭ বছরে কোন মানুষ, কোন রাজনৈতিক দল এই বগা এলাকায় কোন ধরনের সভা সমাবেশ করার সুযোগ পায় নাই। আল্লাহ তায়ালার একান্ত অনুগ্রহে আমরা জনগনের কল্যাণে আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। এই বাউফলের তরুন-যুবকদের জন্য আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরীতে কাজ করে গেছি।

অনুষ্ঠান শেষে ড. মাসুদ জুলাই বিপ্লব স্মরণে স্থানীয় বগা ইউনিয়নের তরুন-যুবক ও ছাত্রদের মাঝে জার্সি বিতরণ করেন।

জামায়াতে ইসলামীর বাউফলের বগা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মু. শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় জামায়াতের উপজেলা আমীর মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মু. রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুদ দাঈয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝