ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনাকে স্বাগত জানিয়ে বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সকল অংগ-সংগঠনের আয়োজনে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা চত্বর থেকে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে বিশ্বরোড সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ মাদ্রাসা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
এ সময় বক্তারা সদ্য ঘোষিত ১৫ সদস্য বিশিষ্ট পৌর সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফরিদপুর -৪ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনকে শুভেচ্ছা জানান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না, বিএনপি নেতা এম,ও,এম ওয়াদুদ, চৌধুরী ওয়াহিদুজ্জামান, রফিকুল ইসলাম পলাশ, ওসমান মুন্সী, খন্দকার আব্দুমস সামাদ প্রমুখ।
এফপি/রাজ