Dhaka, Friday | 4 July 2025
         
English Edition
   
Epaper | Friday | 4 July 2025 | English
দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী
হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে
বাকৃবিতে ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
শিরোনাম:

পতিত ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে: এড. মনা

প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১:৩৫ এএম  (ভিজিটর : ৪)

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের মানুষ সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষায় গণআন্দোলনে বারবার জীবন দিয়েছেন। 

কিন্তু এরপরও সাম্য-ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন অধরাই রয়ে গেছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে বাংলাদেশের মানুষ এখন মুক্ত হলেও পতিত ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে যেন চব্বিশের গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা না যায় সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব লিয়াকত আলী মিলানায়তনে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপুতিতে খুলনা মহানগর বিএনপির মাসব্যাপী কর্মসুচিতে তিনি এসব কথা বলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা আয়োজিত রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দুষ্কৃতকারীদের সংঘটিত বর্বরোচিত ও পশুর চেয়েও হিংস্রতায় গোটা দেশের মানুষ হতভম্ব। নারীদের ওপর ধারাবাহিক পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দেশের নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি বর্তমান সরকারকে কঠোর হস্তে দুষ্কৃতিকারীদের দমনের আহবান জানিয়ে বলেন, আওয়ামী দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় বলেই নারীর ওপর এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সারা দেশে শহীদ হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ।

এর মধ্যে সবচেয়ে বেশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক। আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৩৪ জন শহীদ হয়েছেন। এর মধ্যে শুধু বিএনপিরই ৪২৩ জন ও ছাত্রদলের ১৪৪ জন। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ছাত্রদলের নেতা ছিলেন। এছাড়া শ্রমিক দলের ৭২ জন, যুবদলের ৭১ জন ও স্বেচ্ছাসেবক দলের ২৪ জন শহীদ হয়েছেন। এছাড়া অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানে শহিদদের রক্তস্রোতের ওপর দাঁড়িয়ে সকলে ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়ার স্বপ্ন ও কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনার সভাপতি ডাঃ মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রেহানা ঈসা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সদর থান বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, খালিশপুর থানার সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান বিশ্বাস, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ড্যাব নেতা ডাঃ স ম গোলাম আজম, ডাঃ মো. আকরামুজ্জামান, ডাঃ এস এম মাসুদুর রহমান লিমন, ডাঃ শওকত আলী, ডাঃ হুমায়রা মুসলিমা বাবলী, জাসাসের ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু, এম এ জলিল, কৃষক দলের সজিব তালুকদার, অদনান ইসলাম দীপ, সোনাডাঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, সদর থানার সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন প্রমূখ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝