ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি নার্সারি থেকে পরিবেশ বিনষ্টকারী প্রায় ৮ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের ইলাশপুরস্থ আদর্শ নার্সারিতে এ চারা গাছগুলো ধ্বংস করা হয়। এসময় নার্সারি মালিককে চারা গাছের মূল্য বাবদ ২৪ হাজার ২ শ টাকা প্রদান করা হয়। চলতি অভিযানে ওসমানীনগরে আরো ২টি নার্সারিতে এ প্রজাতির আরো কয়েক হাজার চারা গাছ ধ্বংস করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সাধারণ সম্পাদক কবির আহমদ, কৃষি উপ-সহকারী গোলাম রব্বানী প্রমুখ।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, পরিবেশ বিনষ্টকারী হিসেবে সরকারিভাবে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন, বিপণন ও রোপন নিষিদ্ধ করা হয়েছে। এ প্রজাতির গাছ পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। সরকার প্রাথমিক অবস্থায় চারা গাছ ধ্বংস করে নার্সারি মালিকদের প্রনোদনা প্রদান করছে। এরপরে কেউ উৎপাদন ও বিপনন করলে জরিমানা করা হবে।
এফপি/রাজ