Dhaka, Tuesday | 1 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 1 July 2025 | English
সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো
ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনওই বন্ধ হবে না: ইরাভানি
এনবিআরের ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’
শিরোনাম:

গজারিয়ায় তিন বাহনের সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:০৪ এএম  (ভিজিটর : ৫৩)

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে রনি (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

মঙ্গলবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন। এর আগে গেল সোমবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকার হাসান রাবার ইন্ডাস্ট্রির বিপরীতে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আলম মিয়ার ছেলে। আহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৫০), একই এলাকার আব্দুর রব মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪৩), বাচ্চু মিয়ার ছেলে রনি (৩০) ও যশোর জেলার কেশবপুর উপজেলার কাটাখালী গ্রামের খালেক মিয়ার ছেলে কামরুল (২৭)। আহতদের মধ্যে কামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সোমবার রাতে ঢাকামুখী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা ধাক্কা লাগলে পেছন থেকে দ্রুতগতির দুটি কাভার্ড ভ্যান পরপর ধাক্কা দেয়। এতে পিছনের কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানের চালক চাপা পড়েন।

খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আটকে পড়া কাভার্ড ভ্যান চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন। এই সময় মহাসড়কে প্রায় ৮কিলোমিটার যানজট সৃষ্টি হলেও দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেওয়ার পর রাত দেড়টায় যান চলাচল স্বাভাবিক হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত চালকের মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝