Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ২:৫২ পিএম  (ভিজিটর : ৫০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছয়তলার ব্যালকনি (বারান্দা) ভেঙে পড়ে দুজন প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (০১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার মজমপুর এলাকার বাসিন্দা প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বাসিন্দা সাইট ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামের বাসিন্দা নির্মাণশ্রমিক নুরু (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইকবাল মঞ্জিল নামের ১০তলা একটি ভবন নির্মাণাধীন রয়েছে, যার নয়তলা পর্যন্ত আংশিক কাজ শেষ হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে ছয়তলার বারান্দার কাজ তদারকি করছিলেন প্রকৌশলীরা ও এক শ্রমিক। হঠাৎ করে বারান্দার একটি অংশ ভেঙে তারা তিনজন নিচে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিরুল ইসলাম তিনজনকেই মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে কোনো গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝