Dhaka, Friday | 4 July 2025
         
English Edition
   
Epaper | Friday | 4 July 2025 | English
দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী
হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে
বাকৃবিতে ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
শিরোনাম:

যারা মানুষের আকাঙ্ক্ষার সাথে চলতে পারবে না, তাদের রাজনীতি থাকবে না: আমীর খসরু

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১:২২ এএম  (ভিজিটর : ১৪)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি। আগের মতো রাজনীতি হবে না। এখন মানুষের মন-মানসিকতার পরিবর্তন হয়েছে, প্রত্যাশার পরিবর্তন হয়েছে, আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। আমরা যারা রাজনীতি করি, এটার সাথে যদি চলতে না পারি, আমি পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। ওই রাজনীতিবিদেরা থাকবে না, তাদের দলেরাও থাকবে না।’

শনিবার ‘সিলেট বিজনেস ডায়ালগ-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে বিভাগের চার জেলার ব্যবসায়ীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, শিক্ষার কারিকুলাম বদলাতে হবে। বর্তমান শিক্ষার কারিকুলাম দিয়ে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে যেতে পারবো না। আমরা আইটি সেক্টরকে প্রাধান্য দিয়ে কাজ করছি। আমরা চাই গার্মেন্টস সেক্টরের পরে আইটি সেক্টরে মানুষজন বেশি কাজ করবে।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী আরো বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে মানুষের কর্মসংস্থান কয়েকগুণ বেড়ে যায়। কারণ হচ্ছে আমরা ব্যবসায়ীকে সমর্থন করি। বিএনপি হচ্ছে ব্যবসায়ী সমর্থক একটি দল। যখন ব্যবসায়ীকে আপনি সমর্থন করবেন, তখন সে কর্মসংস্থান সৃষ্টি করবে। কর্মসংস্থান সৃষ্টি করার তো ব্যবসায়ী ছাড়া আর কেউ নাই। এটাতো বুঝতে হবে। আগামীদিনের সরকার শুধু ব্যবসায়ী বান্ধব না, সরকার ব্যবসায়ের সার্বক্ষণিক সংযোগ রেখে কাজ করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সাথে সম্পর্ক না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়, যেটা আমরা গত ১৬ বছরে দেখেছি। সুতরাং এগুলোকে মাথায় রেখে আমরা আগামীদিনের বাংলাদেশ গড়তে চাই।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসদ আজিম এবং কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজেএমই) সাবেক সভাপতি এস এম ফজলুল হক। এ ছাড়া সভায় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

পরে তাঁদের বক্তব্যের আলোকে আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাপনী বক্তব্য দেন। সভায় সিলেট বিভাগের চার জেলার ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরমধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা ‘দুটি কারণে জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এই মন্তব্যের প্রক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যেকোনো দলেরই গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচন নিয়ে কথা বলার। এটা নিয়ে আমি কথা বলতেছি না। নির্বাচন কমিশন নিজেরাই প্রস্তুত নির্বাচন দেওয়ার জন্য। ওরাই বলেছে, তারা নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত। জাতীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুত। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণকে নিয়েই দল গঠন করে। সুতরাং আমরা জনগণের সাথে সবসময় থাকি। বিএনপি জনগণকে নিয়েই নির্বাচন চায়। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য।’

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝