শ্রমিক-জনতার ঐক্য, সংগ্রাম, মর্যাদা, মুক্তির স্লোগান সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ হয়েছে ১৭ অক্টোবর, শুক্রবার। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। আজ শ্রমিক শক্তির ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণ-অভ্যুত্থানের অন্যতম কবি ও ছাত্রনেতা আহমেদ ইসহাক।
আহমেদ ইসহাকের জন্ম ২০০০ সালের ২২ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর গ্রামে। তিনি আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি করেছেন। ২০১৮ সালে “রাষ্ট্রচিন্তা”র মাধ্যমে রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তীতে তিনি ‘রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন’-এর প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক এবং কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ১৬ ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য, ডানপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট সর্বদলীয় ছাত্রঐক্যের সমন্বয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানেও সম্মুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা রাখেন তিনি।
রাজনীতির পাশাপাশি লেখালেখিও করছেন সমানতালে। ২০২১ সালে প্রথম ছড়াগ্রন্থ ‘নষ্টকাব্য’ প্রকাশিত হলে তরুণ-তরুণীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেন তিনি। ২০২৩ সালে প্রকাশিত কবিতার বই ‘দ্বিতীয় ঈশ্বর’- এর জন্য শুরু হয় তুমুল হইচই। আলোচনা-সমালোচনার জেরে বুকশপগুলো বইটি সরিয়ে নেয়। ২০২৫ সালে প্রকাশিত হয় ‘ফ্যাসিবাদের ছড়া’। আওয়ামী জাহেলিয়াতের যুগে এমন স্পষ্ট, ঝাঁঝালো ভাষায় সম্ভবত আর কেউ ছড়া লেখেনি।
জাতীয় শ্রমিক শক্তির ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাজহারুল ইসলাম ফকির। সদস্য সচিব ঋআজ মোর্শেদ এবং মূখ্য সংগঠক আরমান হোসাইন।
এফপি/এমআই