“প্লাস্টিক দাও, গাছ নাও- সবুজ পৃথিবী গড়ে নাও” স্লোগানকে সামনে রেখে রংপুরের সেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ এর আয়োজনে প্লাস্টিকের বিনিময়ে গাছ নাও কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নগরীর টাউনহল চত্বরে রংপুর মহানগর নার্সারী সমিতির সহযোগিতায় উক্ত ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করে সেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্বেষণ রংপুরের প্রতিষ্ঠাতা রেজওয়ানুল হক, সহকারী প্রতিষ্ঠাতা আহসান কবীর, আদনান সাহরিয়ার, ওয়াদুদ জামান, পরিচালক (ইভেন্ট) আল শামস্ সিয়াম, পরিচালক (দপ্তর) মুনতাছির সম্পদ, পরিচালক (প্রযুক্তি) আবু রায়হান, সেচ্ছাসেবক মিজান, গালিব, রাশেদসহ অনেকে। এ ছাড়াও সহযোগী প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন সভাপতি শাহেদ হাসান রুপম, সাংগঠনিক সম্পাদক সাদমান রাব্বি, সদস্য সমুদ্রপ্রমূখ।
কর্মসূচিতে দেখা যায় টাউনহলে অবস্হানকারী ও আগত অনেকে একটি করে প্লাস্টিকের বোতল দিয়ে এর বিনিময়ে একটি গাছের চারা নিচ্ছেন। গাছের চারার মধ্যে ছিলো মেহগনি ও জাম।
অন্বেষণে প্রতিষ্ঠাতা রেজওয়ানুল বলেন, আমাদের সহযোগী রংপুর মহানগর নার্সারী সমিতিকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমরা আজ এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি করতে পারলাম। মজার বিষয় হলো এই কাজে সকলের এতো সহযোগিতা পেলাম যা বলার বাইরে। তাই সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ।
এফপি/রাজ