Dhaka, Sunday | 17 August 2025
         
English Edition
   
Epaper | Sunday | 17 August 2025 | English
কিশোরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩০৭ জনের মৃত্যু
পাবনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণায় সাংবাদিক এম এ আজিজ
এ দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
শিরোনাম:

কাঁকড়া ধরতে গিয়ে শিশু নিখোঁজ, সাত ঘন্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:০৪ পিএম  (ভিজিটর : ৬)

কক্সবাজারের পেকুয়ায় সাগরে কাঁকড়া ধরতে গিয়ে  শাখাওয়াত হোছাইন (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। দীর্ঘ প্রচেষ্টায় সাত ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মগনামা চ্যানেলে এ ঘটনাটি ঘটে। 

নিখোঁজ শিশু সাখাওয়াত হোছাইন চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার রেজাউল করিমের শিশু পুত্র। এর আগে রেজাউল করিম মগনামা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কূল এলাকার বাসিন্দা ছিলেন। গত কয়েক মাস থেকে মগনামায় এসে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। শিশুর পিতা রেজাউল করিম পেশায় একজন জেলে। মগনামায় বোটের মাধ্যমে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে স্লুইচগেটের পাশে কয়েকজন ছেলেদের সাথে সাখাওয়াত কাঁকড়া ধরতে যায়। হঠাৎ করে সে স্রোতের মধ্যে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে পেকুয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দীর্ঘ সময় খোঁজাখুজি করে। পরে দীর্ঘ সাত ঘন্টার প্রচেষ্টার পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। সাথে সাথে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

পেকুয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মগনামা চ্যানেলে নিখোঁজ হওয়া শিশুকে উদ্ধার করতে আমরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়েছি। অবশেষে নিখোঁজের সাত ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝