আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংবাদ সংস্থার প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও সমাজকর্মী নাসিম আজাদ।
শনিবার (১৮ জানুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে চুড়ান্ত ভাবে তাকে নির্বাচিত করা হয়।
নাসিম আজাদ ১৯৭৫ সালের ২৬ এপ্রিল নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৭ সাল থেকে কবিতা লিখতে শুরু করেন, যা ততকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতো। তিনি পর্যায়ক্রমে নরসিংদী থেকে প্রকাশিত মাসিক খোরাক, সাপ্তাহিক নরসিংদীর খবর ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকা একজন সংবাদ কর্মী হিসেবে সুনামের সাথে কাজ করেন। পরবর্তীতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনকণ্ঠ, বাংলাদেশ সময়, দৈনিক অধিকার, আজকের দর্পণ, ডেইলি বাংলাদেশ ও ভোরের কাগজে ও সংবাদকর্মী হিসেবে কাজ করেন। তার বাবা মরহুম আবুল হাসিম ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক।
বর্তমানে তিনি ইউরোপের ক্রোয়েশিয়ায় কর্মরত রয়েছেন। নিজস্ব কজের পাশাপাশি সাংবাদিকতা ও দেশের বিভিন্ন গণমাধ্যমে সমসাময়িক বিষয়ের উপর কলাম লিখছেন।
তিনি নরসিংদী মুক্তধারা নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য, মরমী শিল্পী গোষ্ঠীর সদস্য, নরসিংদীর সাহিত্য সংগঠন কবি নজরুল সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, পলাশ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক ও সুজন সুশাসনের জন্য নাগরিকের পলাশ উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এফপি/এমআই