ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গত ১৮ জুন তিনটি পৃথক ঘটনায় ৭ বাংলাদেশি নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেছে।
একই দিনে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় একজন শিশু ও ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় মোট ৮ জনকে আটক করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সূত্র জানায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সুন্দর ক্যাম্প কর্তৃক আটককৃত ৭ জন বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।
ফেরতপ্রাপ্তদের মধ্যে রয়েছে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ২ শিশু। পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ জুন বিকেল ৫টায় সীমান্ত পিলার ৬০/২৯-আর এর নিকট শূন্য রেখায় বাগাডাংগা কোম্পানির পলিয়ানপুর বিওপি কমান্ডারের উপস্থিতিতে বিএসএফ এসব বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি জানায়, হস্তান্তরপূর্বক তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, একই দিন সকাল ৯টার দিকে বেনীপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬১/৭-এস এর কাছাকাছি বেনীপুর বাজার এলাকা থেকে ভারত গমনকালে একজন বাংলাদেশি শিশুকে আটক করে বিজিবির নিয়মিত টহল দল।
অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. মাহফুজ রহমান। আটক শিশুকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দিনের আরেক অভিযানে দুপুর ১টা ১০ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/২০-আর এর ১০০ গজ ভেতরে বাংলাদেশ অংশে অভিযান চালিয়ে মো. এজাজ শেখ (৪৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।
তার বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঝালগাঁও জেলার ওরেনগাও গ্রামে। অনুপ্রবেশের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান একাধিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি চলমান রয়েছে। যে কোনো ধরনের অবৈধ পারাপার ঠেকাতে আমরা সদা প্রস্তুত।”
এফপি/রাজ