Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
শিরোনাম:

ছুটির শেষ দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড়

প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ১৪.০৬.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিটর : ১০০)

ঈদের ছুটির শেষ দিনে ঘরমুখো মানুষ ও কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বেড়ে গেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট ২০টি লঞ্চ ও ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তিনি আরও বলেন, “ছোট-বড় সকল ধরনের যানবাহন পারাপারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ফেরিতে যাত্রীরাও নির্বিঘ্নে পার হচ্ছেন।”

ঘাটে নিরাপত্তা ও যাত্রী সেবার মান নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। ভ্রমণ নিরাপদ করতে যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি ও নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সাধারণ যাত্রীরা জানিয়েছেন, ভিড় থাকলেও যানবাহনের পারাপার এবং লঞ্চ সার্ভিস স্বাভাবিক থাকায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে কর্মজীবী মানুষ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করায় নৌরুটে চাপ বেড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় ঘাটে কোনো বড় ধরনের দুর্ভোগ লক্ষ্য করা যায়নি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝