Dhaka, Thursday | 31 July 2025
         
English Edition
   
Epaper | Thursday | 31 July 2025 | English
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ এক্সারসাইজ টাইগার লাইটনিং ২০২৫ অনুষ্ঠিত
ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
শিরোনাম:

পেকুয়ায় সেনাসদস্য হত্যার ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১১:৩১ পিএম  (ভিজিটর : ১৯৪)
হত্যার শিকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুন

হত্যার শিকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুন

কক্সবাজারের পেকুয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুন হত্যার ঘটনায় তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে নিহতের স্ত্রী পাপিয়া সরওয়ার আরবিন বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলাটি দায়ের করেছেন।

এ মামলায় আসামিরা হলেন, উজানটিয়া ষাটধুনিয়া পাড়া এলাকার মৃত আমির হামজার দুই ছেলে মমতাজ উদ্দিন (৩৪) ও মোঃ মোজাম্মেল (৪৫) এবং পেকুয়া সদর মিয়াপাড়া এলাকার নাছির উদ্দীনের ছেলে মোঃ মিনহাজ উদ্দিন (৩৮)।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুনের সাথে তার ছোট ভাই মোজাম্মেল হক ও মমতাজুল ইসলামের পৈত্রিক সূত্রে প্রাপ্ত কিছু পরিমান জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিরোধীয় জমির মালিকানা নিষ্পত্তির জন্য সার্ভেয়ার দিয়ে পরিমাপ করেন। এক পর্যায়ে মামুনের সঙ্গে অপর দুই ভাইয়ের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। পরে তা হাতাহাতিতে রূপ নিলে দুই ভাইয়ের মারধরে তিনি ( মামুন ) আহত হন। এতে আহত অবস্থায় তিনি দীর্ঘ সময় পর্যন্ত ঘটনাস্থলের রাস্তার পাশে পড়েছিলেন।

“খবর পেয়ে বিকালে বান্দরবানে অবস্থানকারি স্ত্রী ও সন্তান এলাকায় পৌঁছে মুহাম্মদ মামুনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এক পর্যায়ে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে স্বজনরা তাকে বাড়ীতে নিয়ে আসেন।” পরে অবস্থার অবনতি হলে আবারও পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

নিহত মুহাম্মদ মামুন (৫৪) পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ষাটদুনিয়া পাড়ার মৃত আমির হামজার ছেলে। তিনি সেনা বাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যার ঘটনায় তিন জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী। এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝